
কাগজের খাম তৈরী হতে পারে আয়ের উৎস
- By uddoktahub |
- July 16th, 2020 |
- পরিকল্পনা
সম্ভাব্য পুঁজি:
২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:
বিভিন্ন মাপের ১ হাজার খাম তৈরি করতে খরচ হয় ২০০ থেকে ৮০০ টাকা। বিক্রি হয় ৪০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।
যা প্রয়োজন:
কাগজ কাটার মেশিন, কাগজ, আঠা, কাঁচি, লেবেল ইত্যাদি।
প্রস্তুত প্রণালি:
মাপ অনুযায়ী মেশিনের সাহায্যে কাগজ কেটে নিতে হবে। কাগজ ভাঁজ করে আঠা লাগিয়ে খাম তৈরি করা হয়। একজন সুস্থ মানুষ প্রতিদিন ২ হাজার থেকে ৩ হাজার খাম তৈরি করতে পারেন।
বাজারজাতকরণ:
স্টেশনারি দ্রব্য বিক্রি হয়, এমন দোকানে পাইকারি দরে বিক্রি করা যায়। এ ছাড়া স্কুল, কলেজ, সরকারি-বেসরকারি অফিসে যোগাযোগের মাধ্যমে পণ্যের সরবরাহ নিশ্চিত করা যায়। পচনশীল পণ্য নয় বলে এতে কোনো ঝুঁকি নেই।
যোগ্যতা:
বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। তবে ধৈর্যশীল হওয়া প্রয়োজন।
তথ্য:
তথ্য আপা প্রকল্প